যে লক্ষণগুলি দেখলে বুঝবেন সম্পর্ক এবার ভাঙবেই

সম্পর্ক টিকিয়ে রাখার সব রকম দাওয়াই যখন আর কাজ করে না, তখন কিছু ক্ষেত্রে বাস্তবটা মেনে নিতে হয়। কী কী লক্ষণে জানান দেয় যে শেষ ঘনিয়ে এসেছে।


Hacker house
hacker house

প্রেমের সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ককে একটা সময় পর্যন্ত মনে করা হতো চিরন্তন, যা কখনও ভাঙবে না। হিন্দু ধর্মে বিবাহবিচ্ছেদ বলে কিছু না থাকলেও ইসলাম এবং খ্রিস্টধর্মে এই সংক্রান্ত বেশ কিছু অনুশাসন ছিল যা পরবর্তীকালে বিভিন্ন রাষ্ট্রের সংবিধান ও আইনে প্রতিফলিত হয়েছে। এদেশে ব্রিটিশ শাসনে হিন্দুদের বিবাহ সংক্রান্ত কিছু আইনের উল্লেখ পাওয়া গেলেও স্বাধীনতার পরেই, ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় হিন্দু ম্যারেজ অ্যাক্ট এবং এই আইনের অনুষঙ্গে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গও আসে
এই সব প্রসঙ্গের উল্লেখ এই জন্য যে একজন নারী ও একজন পুরুষের মধ্য়ে সম্পর্ক হওয়া মানে তা চিরকালীন নয় এবং বিবাহিত সম্পর্ক ভেঙে যাওয়া একেবারেই স্বাভাবিক ঘটনা, এমনটা মনে করেন মনোবিদেরাও। এমনকী কিছু ক্ষেত্রে সম্পর্ক এমন একটা জায়গায় পৌঁছয় যে সেই সম্পর্ক না থাকাই ভাল। মার্কিন ক্লিনিকাল সাইকোলজিস্ট এবং ম্যারেজ কাউন্সেলর গুন্টার এই প্রসঙ্গে একটি প্রতিবেদনে এমন ৫টি লক্ষণের কথা উল্লেখ করেছেন, যেগুলি প্রকট হয়ে উঠলে বুঝতে হবে যে সম্পর্ক ভেঙে যাওয়ার পথে— 
১. ভালবাসা থাকলে ছোটখাটো বিষয় নিয়ে বিরক্তি মানুষ কাটিয়ে ফেলে। কিন্তু সম্পর্ক ভঙ্গুর হলে সেই ছোটখাটো বিষয়গুলিই হঠাৎ বৃহৎ সমস্যা হয়ে দাঁড়ায়। এমনটা প্রতিনিয়ত হতে থাকলে বুঝতে হবে যে দু’জনের মধ্যে বন্ডিংটা দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে।  
২. সব সম্পর্কেই পাওয়ার স্ট্রাগল থাকে। অর্থাৎ একজন আর একজনকে অবদমন করে থাকেন, আর অন্যজন সেটা মেনেও নেন। যদি এই মেনে নেওয়াটা এক সময় পরে যদি খুবই কঠিন হতে থাকে, বার বার সংঘাত হতে থাকে তবে সম্পর্ক ভাঙনের মুখে। 
৩. সম্পর্কে সৎ থাকাটা যেমন জরুরি, তেমনই ভালবাসাটাও খাঁটি হতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে যদি পরস্পরের প্রতি যত্ন কমতে থাকে এবং কথাবার্তা, যোগাযোগে গাঢ়ত্ব কমে যায়, অনেক বেশি কৃত্রিম হয়ে যায়, তবে সেটা অবশ্যই ভাঙনের লক্ষণ। 
৪. সংবেদনশীল মানুষেরা যদি কোনও সম্পর্কে তাঁদের পার্টনারের থেকে ক্রমশই আহত হতে থাকেন, তবে সেই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার। একতরফা আঘাত সহ্য করতে করতে তিনি এক সময়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইবেন। 
৫. ভুলবোঝাবুঝি এবং ভুল ধারণা যদি ক্রমশই বাড়তে থাকে এবং সেগুলি মিটমাট না হয়, তবে অচিরেই সেই সম্পর্ক ভাঙবে। এই ধরনের সমস্যাগুলি সব সম্পর্কেই কমবেশি থাকে কিন্তু যদি প্রায় কয়েকদিন ছাড়া ছাড়াই যদি এমনটা ঘটতে থাকে, তবে সম্পর্ক টিঁকিয়ে রাখা প্রায় অসম্ভব.

Love tips in bengali.hacker house

Post a Comment

[facebook][blogger]

Author Name

About ADMIN

{picture#https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDFFsBr6WbLmdv750XRZ7OFFqmdMGYgQ1_XBK15KOFcr55_AZe-WgobG02FWooZTDhHJSv0r4yGMxMnFKzAxa8li4DwiVCpWDXScX3Spf351ECDNKx2W5fZZpnG4bijMakiaxA7oz5IGg/s200/IMG_20190730_122432.jpg} YOUR boy {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.